সামসুদ্দীন চৌধুরী | শুক্রবার, ০৪ জানুয়ারি ২০১৯ | প্রিন্ট | 1091 বার পঠিত
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) উদ্যোগে বীমা কোম্পানির সিএফও’দের দক্ষতা বাড়াতে দুদিন ব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণ। বাংলাদেশ ব্যাংকের সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৭ ও ৮ জানুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আইডিআরএ’র সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
আইডিআরএ-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বীমা প্রতিষ্ঠানের সিএফও’দের দক্ষতা বৃদ্ধিতে এই প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। প্রশিক্ষণটি প্রতিষ্ঠানের সম্পদ ও দায়ের তথ্য-উপাত্ত সংগ্রহ ও রিপোর্টিং ফরমেট ব্যবহারের দক্ষতা বাড়াবে।
এদিকে ওই প্রশিক্ষণে লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোর সিএফও’দের যথা সময়ে অংশ নেয়ার আহবান জানিয়েছে আইডিআরএ।
Posted ২:১০ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ জানুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed