নিজস্ব প্রতিবেদক: | শনিবার, ০৪ মার্চ ২০২৩ | প্রিন্ট | 65 বার পঠিত
বিদায়ী সপ্তাহে (২৬ ফেব্রুয়ারি’২৩-০২ মার্চ’২৩) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পাশাপাশি রেনদেন কমেছে। আলোচ্য সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় লেনদেন কমেছে ৩১ দশমিক ৬৪ শতাংশ। শেয়ারবাজারে মূলধন পরিমাণ কমেছে ৮৪৯ কোটি টাকা। একটি বাদে বাকী পাঁচ ধরনের সূচক কমেছে।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সিএসইতে একটি বাদে বাকী পাঁচ ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়। এক সপ্তাহে ব্যবধানে প্রধান সূচক সিএএসপিআই দশমিক ২৮ শতাংশ কমে দাঁড়ায় ১৮ হাজার ২৮২ দশমিক ৭৯ পয়েন্টে। এছাড়া সিএসই৫০ সূচক দশমিক শূন্য ৮ শতাংশ, সিএসই৩০ সূচক দশমিক শূন্য ৩ শতাংশ, সিএসইসিএক্স সূচক দশমিক ২৬ শতাংশ, সিএসইআই সূচক দশমিক ২৩ শতাংশ এবং সিএসই এসএমইএক্স ৬ দশমিক ১৮ শতাংশ কমে দাঁড়ায় যথাক্রমে ১ হাজার ৩২৪ দশমিক ২৩ পয়েন্টে, ১৩ হাজার ৩০২ দশমিক ৩৩ পয়েন্টে, ১০ হাজার ৯৬১ দশমিক ৫২ পয়েন্টে, ১ হাজার ১৫৪ দশমিক ২৩ পয়েন্টে এবং ১ হাজার ৫৯৭ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ২৩২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৩৩টির, দর কমেছে ৯৬টির ও অপরিবর্তিত রয়েছে ১০৩টি কোম্পানির।
সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ৪৩ কোটি ৩০ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬৩ কোটি ৩৫ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ২০ কোটি ৫ লাখ টাকা বা ৩১ দমমিক ৬৪ শতাংশ।
গত সপ্তাহের শেষ কার্যদিবস গত বৃহস্পতিবার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৪৮ হাজার ৮২৭ কোটি ৬ লাখ টাকায়। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৪৯ হাজার ৬৭৬ কোটি ৬২ লাখ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৮৪৯ কোটি ৫৬ লাখ টাকা।
বিদায়ী সপ্তাহে এ ক্যাটাগরির ৯০ ভাগ কোম্পানির শেয়ার টপটেন লেনদেনে অবস্থান করেছে। বি ক্যাটাগরির ১০ শতাংশ কোম্পানির শেয়ার দর টপটেন লেনদেনে রয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রুপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। একাই ৯ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া সী পার্ল বিচ ৯ কোটি ৩০ লাখ টাকা, এডিএন টেলিকম ৭ কোটি ১৬ লাখ টাকা, শাইনপুকুর ২ কোটি ১২ লাখ টাকা, জেনেক্স ইনফোসিস ১ কোটি ২৩ লাখ টাকা, আমান কর্টন ১ কোটি ২৩ লাখ টাকা, ওরিয়ন ফার্মা ৮৪ লাখ টাকা, বসুন্ধরা পেপার ৭৯ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৭৭ লাখ টাকা এবং ওরিয়ন ইনফিউশন ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ২:১১ পূর্বাহ্ণ | শনিবার, ০৪ মার্চ ২০২৩
bankbimaarthonity.com | saed khan