নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২০ | প্রিন্ট | 395 বার পঠিত
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) চলতি বছরের সেপ্টেম্বর মাসের শীর্ষ ডিলারের তালিকা প্রকাশ করেছে। তালিকায় এ মাসে শীর্ষে অবস্থান করছে গ্যালাক্সি ক্যাপিটাল লিমিটেড। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
গত মাসে দ্বিতীয় স্থানে রয়েছে হাওলাদার সিকিউরিটিজ লিমিটেড। তৃতীয় অবস্থানে রয়েছে ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ কেম্পানী লিমিটেড।
সেপ্টেম্বর মাসে শীর্ষ ২০ ডিলারের তালিকার অন্যান্য প্রতিষ্ঠানগুলো হলো-: প্রুডেনশিয়াল ক্যাপিটাল লিমিটেড, সোহেল সিকিউরিটিজ লিমিটেড, ফার ইস্ট শেয়ারস এন্ড সিকিউরিটিজ লিমিটেড, কবির সিকিউরিটিজ লিমিটেড, সাউথ এশিয়া সিকিউরিটিজ লিমিটেড, ইসলামি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড।
এছাড়া আরো রয়েছে ব্রাদার্স সিকিউরিটিজ এন্ড সার্ভিসেস লিমিটেড, চিটাগাং শেয়ারস এন্ড সিকিউরিটিজ লিমিটেড, সিটি ব্রোকারেজ লিমিটেড, এডামস সিকিউরিটিজ লিমিটেড, ডি.এন. সিকিউরিটিজ লিমিটেড, বি রিচ সিকিউরিটিজ লিমিটেড, ইস্টার্ন শেয়ারস এন্ড সিকিউরিটিজ লিমিটেড, এসকেওয়াইএস সিকিউরিটিজ লিমিটেড, চেীধুরী সিকিউরিটিজ লিমিটেড, ওয়ান সিকিউরিটিজ লিমিটেড এবং স্মার্ট শেয়ারস এন্ড সিকিউরিটিজ লিমিটেড।
Posted ১১:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২০
bankbimaarthonity.com | saed khan