শুক্রবার ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Ad
x

সিএসই শরিয়াহ সূচকে যুক্ত হলো ১৭ কোম্পানি

বিবিএনিউজ.নেট   |   মঙ্গলবার, ২৮ মে ২০১৯   |   প্রিন্ট   |   739 বার পঠিত

সিএসই শরিয়াহ সূচকে যুক্ত হলো ১৭ কোম্পানি

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) শরিয়াহ্ সূচকে নতুন করে ১৭ কোম্পানি যুক্ত হয়েছে। একই সঙ্গে সূচকটি থেকে সাত কোম্পানিকে বাদ দেয়া হয়েছে। ফলে সিএসই শরিয়াহ্ সূচকের আওতায় থাকা কোম্পানির সংখ্যা দাঁড়িয়েছে ১২৭টি। তালিকাভুক্ত কোম্পানির পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই শরিয়াহ্ সূচকে এ পরিবর্তন আনা হয়েছে বলে মঙ্গলবার সিএসই থেকে জনানো হয়েছে।

যুক্ত হওয়া ১৭ কোম্পানি: আরামিট সিমেন্ট লিমিটেড, আজিজ পাইপস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস্, বিবিএস ক্যাবলস্, কে অ্যান্ড কিউ (বাংলাদেশ), নাভানা সিএনজি, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি, অ্যাম্বে ফার্মাসিউটিক্যালস্, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস্, সিলভা ফার্মাসিউটিক্যালস্, আমান কটন ফাইবরাস, কাট্টলি টেক্সটাইল, এম এল ডাইং, মতিন স্পিনিং মিলস্, প্যাসিফিক ডেনিমস্, শাশা ডেনিমস্ এবং ভিএফএস থ্রেড ডাইং।

বাদ পড়া ৭ কোম্পানি: অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো সিনথেটিক্স, জিবিবি পাওয়ার, অরিয়ন ফার্মা, জি কিউ বলপনে ইন্ডাস্ট্রিজ, তশরিফা ইন্ডাস্ট্রিজ এবং ইউনাইটডে পাওয়ার জনোরশেন অ্যান্ড অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

চূড়ান্ত সিএসই শরিয়াহ্ সূচকে রয়েছে যেসব কোম্পানি: আমরা নেটওর্য়াকস, আমরা টেকনোলজিস, আমান কটন ফাইবরাস, অ্যাকটিভ ফাইন ক্যামিকালস্, অ্যাডভন্টে ফার্মা, এএফসি এগ্রো বায়োটেক, অগ্নি সিস্টেমস, আলফি ইন্ডাস্ট্রিজ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, আমান ফিড, অ্যাম্বে ফার্মাসিউটিক্যালস্, আনোয়ার গ্যালভানাইজিং, অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস্, অ্যাপেক্স ট্যানারি, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স, আরামিট লিমিটেড, আরামিট সিমেন্ট, আর্গন ডেনিমস, আজিজ পাইপস, বঙ্গজ লিমিটেড, বাটা সু (বিডি), বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস্, বিবিএস ক্যাবলস্, বডিকম অনলাইন, বাংলাদেশ ল্যাম্পস, বিডি থাই অ্যালুমিনিয়াম, বিডি ওয়েলন্ডিং ইলেকট্রোডস, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকস, বার্জার পেইন্টস্ বাংলাদেশ, বাংলাদেশ সাবমেরিন কেবলস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস্, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস্, সি অ্যান্ড এ টেক্সটাইলস, সিভিও প্যাট্রোকেমিক্যাল রিফাইনারি, ড্যাফোডিল কম্পিউটারস্, ডেল্টা স্পিনারস, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই, ডরিন পাওয়ার জেনারেশসনস অ্যান্ড সিস্টেমস্, ড্রাগন সোয়োটার অ্যান্ড স্পিনিং, ইষ্টার্ণ কাবলস, ইস্টার্ন হাউজিং, এক্সিম ব্যাংক, ফ্যামিলিট্যাক্স (বিডি) লিমিটেড, ফার কেমিক্যাল, ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং, ফাইন ফুডস, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ফরচুন সুজ, ফু-ওয়াং সিরামিক, ফু-ওয়াং ফুডস্, জেনারেশসনস্ নেক্সট ফ্যাশনস্, গ্লোবাল হ্যাভি কেমিক্যালস, গ্রামীণফোন, হাক্কানী পাল্প, হেইডেলবার্গ সিমেন্ট, হামিদ ফেব্রিক্স, এইচ আর টেক্সটাইলস্, এইচডব্লিউএ ওয়েল টেক্সটাইলস, দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস্, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস্, ইমাম বাটন, ইনটেক, ইন্ট্রাকো রিফুয়েলিং, ইসলামী ব্যাংক, ইসলামী ফাইনান্স, ইসলামী ইনস্যুরেন্স বাংলাদেশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, ইনফরমেশন টেকনোলজি, কে অ্যান্ড কিউ, খান ব্রাদারস পিপি, কেডিএস এক্সেসরিজ, কোহিনুর কেমিক্যাল, খুলনা পাওয়ার, কাট্টলি টেক্সটাইল, লাফার্জ হোলসিম, লিবরা ইনফিউশনস, লিন্ডে বাংলাদেশ, মালেক স্পিনিং, ম্যারিকো বাংলাদেশ, মতিন স্পিনিং, মোজাফ্ফর হোসেন স্পিনিং, মিরাকল ইন্ডাস্ট্রিজ, মিথুন নিটিং, এমজেএল বাংলাদেশ, এম এল ডাইং, মুন্নু সিরামিক, নাহি আলুমিনিয়াম, নাভানা সিএনজি, ন্যাশনাল ফিড, ন্যাশনাল টি, অলেম্পিক এক্সেসরিজ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স, প্যাসিফিক ডেনিমস্, প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্স, কাশেম ইন্ডাস্ট্রিজ, কুইন সাউথ টেক্সটাইল, আর এ কে সিরামিকস্, রংপুর ডেইরি, আর এন স্পিনিং, রতনপুর স্টিল রি-রোলিং, সাইহাম টেক্সটাইলস্, স্যালভো কেমিক্যাল, শমরিতা হসপিটাল, শাহজালাল ইসলামী ব্যাংক, শাশা ডেনিমস্, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, স্যোশাল ইসলামী ব্যাংক, সিলভা ফার্মাসিউটিক্যালস্, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, সিঙ্গার বাংলাদেশ, সিনোবংলা ইন্ডাস্ট্রিজ, এসকে ট্রমিস, শাইনপুকুর সিরামিকস্, শাহজিবাজার পাওয়ার, স্কয়ার টেক্সটাইলস্, স্কয়ার ফার্মাসিউটিক্যালস্, স্ট্যান্ডার্ড সিরামিকস্ ইন্ডাস্ট্রিজ, সামিট পাওয়ার, তাকাফুল ইসলামী ইনস্যুরেন্স, তিতাস গ্যাস, তুং হাই নিটিং, উসমানিয়া গ্লাস, ভিএফএস থ্রেড ডাইং, ইয়াকিন পলিমার এবং জাহিন স্পিনিং।

Facebook Comments Box
top-1
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ২:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ মে ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।