বিবিএনিউজ.নেট | মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯ | প্রিন্ট | 343 বার পঠিত
বাংলাদেশে প্রথমবারের মতো কনফেডারেশন অব এশিয়া প্যাসিফিক চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিএসিসিআই) সম্মেলন শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে এফবিসিসিআই এবং কনফেডারেশন অব এশিয়া প্যাসিফিক চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএসিসিআই) আয়োজিত এই সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
সম্মেলনে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, এফবিসিসিআই এবং সিএসিসিআই’র যৌথ আয়োজনে ৩৩তম সিএসিসিআই সম্মেলনে সিএসিসিআই’র সদস্যভুক্ত ২৮টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
তিনি বলেন, সম্মেলনের আয়োজনের ফলে বিশ্বব্যাপী বাংলাদেশি পণ্যের পরিচিতি বাড়বে। ১৯৯০ সাল থেকে বাংলাদেশ এর সদস্য হলেও এবারই প্রথম সিএসিসিআই সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগের অপার সম্ভাবনা তৈরি হবে।
সিএসিসিআই সভাপতি সামির মোদী বলেন, এই সম্মেলনের মাধ্যমে ব্যবসার ক্ষেত্রে বাংলাদেশে অপার সম্ভাবনা তৈরি হবে।
Posted ১২:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed