ব্যাংক বীমা প্রতিবেদক | ২২ জানুয়ারি ২০১৯ | ৮:৩৬ অপরাহ্ণ
মাসরুর আরেফিন
মাসরুর আরেফিন সম্প্রতি সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগ পেয়েছেন। গতকাল কেন্দ্রীয় ব্যাংক তার এ নিয়োগে অনুমোদন দিয়েছে। এর পূর্বে তিন বছর ধরে তিনি সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
মাসরুর আরেফিন ২০০৭ সালে রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান হিসেবে সিটি ব্যাংকে যোগদান করেন। তিনি এ ব্যাংকের প্রধান পরিচালন কর্মকর্তা ও প্রধান যোগাযোগ কর্মকর্তা হিসেবেও কাজ করেন।
২৪ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে মাসরুর আরেফিন এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড কাতার, আমেরিকান এক্সপ্রেস, সিটি ব্যাংক এনএ ও ইস্টার্ন ব্যাংকসহ স্বনামধন্য ব্যাংকগুলোতে কাজ করেছেন। বাংলাদেশে আমেরিকান এক্সপ্রেস কার্ড চালুর ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও মেলবোর্নের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্নকারী মাসরুর আরেফিন ১৯৯৫ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে যোগ দেন। তিনি সিটি ব্যাংকের পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ।
বাংলাদেশ সময়: ৮:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ জানুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed