| রবিবার, ২৫ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 36 বার পঠিত
অর্ধ বার্ষিক কুপন রেট তথা সুদের হার ঘোষণা করা হয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের বন্ডের। ব্যাংকটি বন্ডধারীদেরকে ১০ শতাংশ হারে সুদ দেবে।
আজ রোববার (২৫ আগস্ট) বিকালে ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে কুপনের হার অনুমোদন করা হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, চলতি ২০২৪ সালের ০১ সেপ্টেম্বর থেকে আগামী বছরের (২০২৫) ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের জন্য আলোচিত হারে রিটার্ন পাবেন আলোচিত বন্ডের ইউনিটধারীরা।
সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের আকার ৪০০ কোটি টাকা। এর ইউনিট সংখ্যা ৪ হাজার। প্রতিটি ইউনিট/লটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। গত ২০২২ সালের ২০ জুন শেয়ারবাজারে বন্ডটির লেনদেন শুরু হয়।
Posted ৭:১৩ অপরাহ্ণ | রবিবার, ২৫ আগস্ট ২০২৪
bankbimaarthonity.com | saed khan