| শনিবার, ২৪ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 72 বার পঠিত
পুঁজিবাজারে শেয়ারের তথ্য ভাণ্ডার হিসেবে পরিচিত সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সিডিবিএল’র পরিচালনা পর্ষদের সভায় পরিচালকদের সর্বসম্মতিক্রমে তিনি নির্বাচিত হন।
শনিবার (২৪ আগস্ট) সিইডবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি রূপালী হক চৌধুরী বিএপিএলসি’র মনোনীত প্রতিনিধি হিসেবে সিডিবিএল পর্ষদে পরিচালক হিসেবে যোগদান করেছেন।
এর আগে, সিডিবিএল চেয়ারম্যান শেখ কবির হোসেন এবং ভাইস চেয়ারম্যান একেএম নুরুল ফজল বুলবুল সিডিবিএল পর্ষদ থেকে পদত্যাগ করেন।
Posted ৮:৩৫ অপরাহ্ণ | শনিবার, ২৪ আগস্ট ২০২৪
bankbimaarthonity.com | rina sristy