
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১০ জুন ২০২০ | প্রিন্ট | 858 বার পঠিত
সিডিবিএল এর বার্ষিক বকেয়া হিসাব রক্ষণ ফি পরিশোধে আগামী আগষ্ট মাস পর্যন্ত ৬ ব্রোকারেজ হাউজকে সময়সীমা বেধে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অকমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।
আজ বুধবার বিএসইসির ৭২৮ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সূত্র মতে, হাউজগুলো আগামি আগস্টের মধ্যে সিডিবিএলকে ফি পরিশোধ না করলে, ডিপজিটরি প্রবিধানমালা, ২০০৩ এর প্রবিধান ৪৮ এবং তফসিল ৪ অনুসারে সেবা প্রদান বন্ধ করার জন্য সিডিবিএলকে নির্দেশ প্রদান ও পাওনা আদায়ে আইনগত ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
ব্রোকারেজ হাউজগুলো হচ্ছে- ফার্স্ট লীড সিকিউরিটিজ, সিনহা সিকিউরিটিজ, সাদ সিকিউরিটিজ, সিলেট মেট্রো সিটি সিকিউরিটিজ, ডন সিকিউরিটিজ ও শামীম সিকিউরিটিজ। এই হাউজগুলো সিডিবিএলের বার্ষিক ফি পরিশোধে ব্যর্থতার মাধ্যমে ডিপজিটরি প্রবিধানমালা, ২০০৩ এর তফসিল-৪ এর প্রবিধান ৪৮ ভঙ্গ করেছে।
Posted ১১:৪৩ অপরাহ্ণ | বুধবার, ১০ জুন ২০২০
bankbimaarthonity.com | saed khan