বিবিএ নিউজ.নেট | ০৩ মার্চ ২০২১ | ২:৩৬ অপরাহ্ণ
সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী, সিলেট চেম্বারের সাবেক সভাপতি ও এফবিসিসিআই’র সাবেক পরিচালক সালাহ উদ্দিন আলী ইন্তেকাল করেছেন।
আজ বুধবার সকাল ৭টায় নগরের দরগাহ গেট সংলগ্ন নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সিলেট চেম্বার অব কমার্সের বর্তমান সভাপতি আবু তাহের মো. শোয়েব তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বাদ আসর হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তাছাড়া সিলেট চেম্বারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে।
জানা গেছে, মো. সালাহ উদ্দিন আলী আহমদ একজন সফল ব্যবসায়ী। নগরের দরগাহ গেটের হোটেল স্টার প্যাসিফিকের পরিচালক, আমদানি-রফতানিকারক প্রতিষ্ঠান ছাড়াও ঢাকা, সিলেট ও চট্টগ্রামে তার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
বাংলাদেশ সময়: ২:৩৬ অপরাহ্ণ | বুধবার, ০৩ মার্চ ২০২১
bankbimaarthonity.com | rina sristy