৮ম রমজান

ইফতারের সময় বাকি আছে

00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড

ইফতারের সময় হয়েছে।
ইফতার করুন।

শুধুমাত্র ঢাকা জেলার জন্য প্রযোজ্য

সেহরির সময় বাকি আছে

00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড

শুধুমাত্র ঢাকা জেলার জন্য প্রযোজ্য

Advertisement
  • তিন মাসে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে

    সুশাসন থাকলে পুঁজিবাজারে সুদিন সম্ভব

    বিবিএনিউজ.নেট | ২৬ ডিসেম্বর ২০২০ | ১১:০২ পূর্বাহ্ণ

    সুশাসন থাকলে পুঁজিবাজারে সুদিন সম্ভব
    apps

    সমাপ্ত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ছিল নিম্নমুখী। এর পরের কার্যদিবসে সূচক পুনরায় ঊর্ধ্বমুখী হয়। মঙ্গলবার আবার পয়েন্ট হারায় ডিএসইএক্স। সেই ধাক্কা সামলে সপ্তাহের শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী ধারায় ফিরে সূচকটি। ওইদিন ডিএসইএক্স বেড়েছে দশমিক ৬৮ শতাংশ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স বেড়েছে দশমিক ৬৫ শতাংশ।

    শুধু সূচকেই নয়, ওইদিন দেশের উভয় স্টক এক্সচেঞ্জেই টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। এর মধ্যে ডিএসইতে তিন মাসের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।

    Progoti-Insurance-AAA.jpg

    দিনের লেনদেনের প্রথম ঘণ্টায় সূচক কিছুটা পতনমুখী থাকলেও এরপর থেকে তা ক্রমাগত বাড়ে। ৫ হাজার ৯৮ পয়েন্ট নিয়ে লেনদেন শুরু করা ডিএসইএক্স শেষ পর্যন্ত ৫ হাজার ১৩৩ পয়েন্টে অবস্থান করছিল, যা আগের দিনের চেয়ে প্রায় ৩৫ পয়েন্ট বা দশমিক ৬৮ শতাংশ বেশি।

    ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস বৃহস্পতিবার ৮ পয়েন্ট বা দশমিক ৭১ শতাংশ বেড়ে দিনশেষে ১ হাজার ১৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ১৭৮ পয়েন্ট। ডিএসইর ডিএস-৩০ দিনের ব্যবধানে প্রায় ২৪ পয়েন্ট বা ১ দশমিক ৩১ শতাংশ বেড়ে লেনদেন শেষে ১ হাজার ৮৩৬ পয়েন্টে দাঁড়ায়, আগের দিন যা ছিল ১ হাজার ৮১২ পয়েন্ট।


    ওইদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিনশেষে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১৭০টির আর অপরিবর্তিত ছিল ৯১টি সিকিউরিটিজের বাজারদর।

    খাতভিত্তিক লেদেনে, ডিএসইতে মোট লেনদেনের ২৯ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করে সাধারণ বীমা খাত। ১৫ শতাংশ দখলে নিয়ে এরপর রয়েছে ওষুধ ও রসায়ন খাত। এছাড়া ১৪ শতাংশ দখলে নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বিবিধ খাত।

    দেশের আরেক শেয়ারবাজার সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স দিনের ব্যবধানে প্রায় ৫৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮৯০ পয়েন্টে অবস্থান করে।

    লেনদেনের এই চিত্র খুবই আশাব্যঞ্জক। সুশাসন থাকলে পুঁজিবাজারে সুদিন সম্ভব নয়। যার দীর্ঘ প্রত্যাশায় রয়েছেন লাখ লাখ বিনিয়োগকারীসহ বাজার সংশ্লিষ্টরা। বর্তমানে নিয়ন্ত্রক সংস্থার কার্যকর পদক্ষের কারণে বাজার ঘুরে দাঁড়াতে শুরু করেছে অন্তত এমনটি বলা যায়।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১১:০২ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি