• সূচকের অস্বাভাবিক পতনে ৮ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

    বিবিএ নিউজ.নেট | ১৯ ডিসেম্বর ২০২১ | ৫:০১ অপরাহ্ণ

    সূচকের অস্বাভাবিক পতনে ৮ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন
    apps

    সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৯ ডিসেম্বর) সূচকের বড় পতনে পুঁজিবাজারের লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

    এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৭৮৬ কোটি টাকা। যা গত আট মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন। এর আগের চলতি বছরের ২১ এপ্রিল লেনদেন হয়েছিল ৭৭৬ কোটি ৬৭ লাখ ১৯ হাজার টাকা। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৫৫ কোটি টাকা।

    Progoti-Insurance-AAA.jpg

    ডিএসইর তথ্য অনুযায়ী, রোববার বাজারে ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৮৯টির, কমেছে ২৬৬টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

    বেশির ভাগ শেয়ারের দাম কমায় এদিন ডিএসইর প্রধান সূচক ৮৪ পয়েন্ট কমে ৬ হাজার ৭৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে কমেছে ১৯ পয়েন্ট আর ডিএস-৩০ সূচক কমেছে ৩৮ পয়েন্ট।


    ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড, ওয়ান ব্যাংক, সোনালী পেপার, ফরচুন সুজ, অ্যাকটিভ ফাইন, সেনা কল্যাণ ইনস্যুরেন্স, আইএফআইসি ব্যাংক, ব্রিটিশ অ্যামেরিকান টোবাকো, জেনেক্স ইনফোসেস এবং পিপলস ইনস্যুরেন্স লিমিটেড।

    দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ৩৩৭ পয়েন্ট কমে ১৯ হাজার ৭৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

    সিএসইতে লেনদেন হওয়া ২৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৩টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২০৪টির, অপরিবর্তিত ছিল ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এ বাজারে লেনদেন হয়েছে ৫৫ কোটি ৪ লাখ ৬৪ হাজার ১২৭ টাকা।ey

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৫:০১ অপরাহ্ণ | রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ ক্যালেন্ডার

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০  
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি