| বৃহস্পতিবার, ০১ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 89 বার পঠিত
আজ ০১ আগস্ট সূচকের উত্থানে সপ্তাহ শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। তবে কিছু সময় পর সূচকের একটানা পতন ঘটে। কিন্তু দুপুর ১টার পর থেকে আবারও সূচকের তীর একটানা উপরের দিকে উঠে যায়। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.০১ শতাংশ বা ৫৩.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৩৩.৯৩ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ১১.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৬৫.৩৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৪.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯০০.৮৫ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭৮ টির, কমেছে ৬০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬৯.৮৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ৮০ লাখ ৩১ হাজার ২৩১ টি শেয়ার ১ লক্ষ ৪৯ হাজার ২৮৬ বার হাতবদল হয়েছে।
আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৫২ কোটি ৭৫ লাখ ৫২ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৩১ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২০ শতাংশ বা ১০.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ২৮০.৪৭ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ২.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৫৩.৯৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪.৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৮৮৬.১৮ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৭১ টির, কমেছিল ১৬৩ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৬৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪৩.০৭ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।
গত কার্যদিবসে ডিএসইতে ১৫ কোটি ৮ লাখ ৩৬ হাজার ৯৩৫ টি শেয়ার ১ লক্ষ ৪৫ হাজার ৬০৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৪৭০ কোটি ৫৮ লাখ ৮০ হাজার টাকা।
অর্থাৎ সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৮২ কোটি ১৬ লাখ ৭২ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৭ শতাংশ বা ২৬.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৫ হাজার ১১৯.২৩ পয়েন্টে।
এদিনভর লেনদেন হওয়া ২০৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৮ টির, কমেছে ৮৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৩৩৮ কোটি ৭ লাখ ৫০ হাজার ২৩১ টাকা।
Posted ৪:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ আগস্ট ২০২৪
bankbimaarthonity.com | saed khan