| রবিবার, ১৪ জুলাই ২০২৪ | প্রিন্ট | 39 বার পঠিত
আজ ১৪ জুলাই সূচকের পতনে সপ্তাহ শুরু দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। এর ফলে দিনশেষে প্রধান সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ১৪ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৩ শতাংশ বা ২৩.৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৮২.৭৯ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২০২.৭০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৩৭.১১ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭০ টির, কমেছে ২৯৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৭.৬৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
আজ ডিএসইতে ১৮ কোটি ৫৪ লাখ ৮৮ হাজার ৪৩৯ টি শেয়ার ১ লাখ ৬৭ হাজার ৭৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬২২ কোটি ২৫ লাখ ৮৫ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১১ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১০ শতাংশ বা ৬১.৬৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৫০৬.৭৮ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ১১.৯৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ২০৭.৫৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৫.৭৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯৪২.৩৫ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ৩৬ টির, কমেছিল ৩৪৩ টির এবং অপরিবর্তিত রয়েছিল ১৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৯.০৬ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।
আজ ডিএসইতে ২১ কোটি ৩ লাখ ৩৪ হাজার ৪৮৯ টি শেয়ার ১ লাখ ৮১ হাজার ৩৩৫ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৬৬৪ কোটি ২৮ লাখ ৮৯ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪২ কোটি ৩ লাখ ৪ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৬১ শতাংশ বা ৯৬.৫৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৫ হাজার ৬৬১.০৬ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ২২৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৬ টির, কমেছে ১৬৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি ৩৬ লাখ ৮৫ হাজার ৫১৮ টাকা।
Posted ৫:০৯ অপরাহ্ণ | রবিবার, ১৪ জুলাই ২০২৪
bankbimaarthonity.com | saed khan