| রবিবার, ১০ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 23 বার পঠিত
আজ ১০ নভেম্বর সূচকের সপ্তাহ শুরু হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের পতনে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের উত্থান হলেও বেলা সাড়ে ১১টার পর একটানা পতন ঘটে। দিনশেষে সূচকের পতন হলেও টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯৪ শতাংশ বা ৫০.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৬৫.৮৪ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ১২.৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৭৫.৫১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১১.৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৫৩.৬৮ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৩ টির, কমেছে ২৯২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৫.৯৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
এদিন ডিএসইতে ২১ কোটি ৭৭ লাখ ২৮ হাজার ৯৮৫ টি শেয়ার ১ লাখ ৫৪ হাজার ৬৩১ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৫৯ কোটি ৬৬ লাখ ৬৪ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৭ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৭ শতাংশ বা ৩০.৩৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৩১৬.৩৩ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৬৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৮৭.৯০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.২১ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯৬৫.৫৪ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ৯৭ টির, কমেছিল ২৪৬ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৫২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৪.৫৫ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।
আজ ডিএসইতে ১৮ কোটি ৭২ লাখ ১৭ হাজার ৬৪৫ টি শেয়ার ১ লাখ ৭৪ হাজার ২৭১ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৫৪১ কোটি ৫৫ লাখ ০৬ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৮ কোটি ১১ লাখ ৫৮ হাজার টাকা।
Posted ৪:৫৯ অপরাহ্ণ | রবিবার, ১০ নভেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan