
| রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 26 বার পঠিত
আজ ২৬ জানুয়ারি সূচকের পতনে সপ্তাহ শুরু হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। কিন্তু বেলা সাড়ে ১১টার পর থেকেই একটানা পতন ঘটে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৬ শতাংশ বা ৩৪.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৩২.৩৮ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ১০.৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫০.৯২ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ১৭.২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৯৫.৭৫ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৪০৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫ টির, কমেছে ২৬১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৮.৬১ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
এদিন ডিএসইতে ১২ কোটি ১৭ লাখ ৩৪ হাজার ৯১৩টি শেয়ার ১ লাখ ২০ হাজার ৭৯ বার হাতবদল হয়েছে। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৩১৮ কোটি ৪৫ লাখ ৮৪ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২৩ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২০ শতাংশ বা ১০.৭১ পয়েন্ট কমেছিল অবস্থান করেছে ৫ হাজার ১৬৬.৫৩ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ৪.১৮ পয়েন্ট কমেছিল অবস্থান করেছে ১ হাজার ১৬১.৮৪ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ৬.৭২ পয়েন্ট কমেছিল অবস্থান করেছে ১ হাজার ৯১৩.০৩ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১০৫ টির, কমেছিল ২০৪ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৮৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৬.৩৮ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।
এদিন ডিএসইতে ১৩ কোটি ৪৫ লাখ ৩ হাজার ৬৭৮টি শেয়ার ১ লাখ ২৫ হাজার ৩২৪ বার হাতবদল হয়েছিল। আজ দিন শেষে লেনদেন হয়েছিল ৩৫৬ কোটি ২৬ লাখ ৭৩ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩৭ কোটি ৮০ লাখ ৮৯ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪৫ শতাংশ বা ৬৫.৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৩৮৩.৫০ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ১৮৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ৫৫ টির, বেড়েছে ১০৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ৮৮ লাখ ৮৯ হাজার ৬৮৮ টাকা।
Posted ৬:০২ অপরাহ্ণ | রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | saed khan