| বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ | প্রিন্ট | 51 বার পঠিত
আজ ০৯ মে সূচকের পতনে সপ্তাহ শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হলেও পরবর্তীতে সূচকের অস্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫২ শতাংশ বা ২৯.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৬১.০৪ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৪২.৫৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১০.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৫.২৩ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৩ টির, কমেছে ২৫৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৩.৭২ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
আজ ডিএসইতে ২৫ কোটি ৮৬ লাখ ১৪ হাজার ৩০৩ টি শেয়ার ২ লাখ ১৪ হাজার ৭০৮ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯১১ কোটি ৩৭ লাখ ৮৭ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৮ মে ডিএসইতে ২৫ কোটি ২৭ লাখ ৪৬ হাজার ৩৭০ টি শেয়ার ২ লাখ ৩ হাজার ৮৩৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮৬৯ কোটি ৫৯ লাখ ৪৪ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪১ কোটি ৭৮ লাখ ৪৩ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪৫ শতাংশ বা ৭৪.৩১ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৬ হাজার ২৩৮.৭৪ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ২৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৫ টির, কমেছে ১৩৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৫৭ কোটি ৯১ লাখ ৬২ হাজার ১০১ টাকা।
Posted ৪:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
bankbimaarthonity.com | saed khan