| সোমবার, ০৪ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 31 বার পঠিত
আজ ০৪ নভেম্বর সূচকের পাশাপাশি টাকার অংকে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের পতনে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। কিন্তু দুপুর ১টার পর সূচকের একটানা উত্থান দিয়ে লেনদেন শেষ হয়। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১৮ শতাংশ বা ৬১.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৫২.৪৯ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ১৫.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৬২.৩৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২২.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৩৭.৫৯ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫৭ টির, কমেছে ১০৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬৪.৮৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
এদিন ডিএসইতে ২২ কোটি ১৮ লাখ ১৮ হাজার ৬৮১ টি শেয়ার ১ লাখ ৮৬ হাজার ৯৪০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৬৫ কোটি ২৪ লাখ ৬৩ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৩ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৬ শতাংশ বা ৮.৫৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ১৯০.৮৫ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ২.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৪৭.৭৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১০.৬১ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯১৫.৪০ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৭৮ টির, কমেছিল ১৮১ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৩৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪৪.৭২ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।
এদিন ডিএসইতে ১৮ কোটি ৮৫ লাখ ১১ হাজার ৪০৫ টি শেয়ার ১ লাখ ৫৮ হাজার ৩৬০ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৪৩১ কোটি ৩৬ লাখ ৩০ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৩৩ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৮৪ শতাংশ বা ১২২.০২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৪ হাজার ৫৮৪.৯৩ পয়েন্টে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪২ টির, কমেছে ৫৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৫৫ লাখ ৮৭ হাজার ৭১৬ টাকা।
Posted ৪:১৪ অপরাহ্ণ | সোমবার, ০৪ নভেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan