
বিবিএ নিউজ.নেট | সোমবার, ১৬ আগস্ট ২০২১ | প্রিন্ট | 646 বার পঠিত
সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (১৬ আগস্ট) পুঁজিবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। সব মিলিয়ে বাজার পরিস্থিতি গতিশীল হচ্ছে
ডিএসইতে আজ ২ হাজার ৯৪৮ কোটি ৮৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৮৭ কোটি ৭০ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৬৬১ কোটি ৭০ লাখ টাকার।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৯.৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ছয় হাজার ৭৪৮.৯২ পয়েন্টে। ডিএসইর এই সূচকটি চালুর পর থেকে আজকেই সর্বোচ্চ অবস্থান। এর চেয়ে বেশি অবস্থানে আর কখনো উঠেনি সূচকটি। গতকাল ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯.৭৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ০.০৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় যথাক্রমে এক হাজার ৪৬৮.৮৩ পয়েন্টে এবং দুই হাজার ৪২৭.৬২ পয়েন্টে।
ডিএসইতে আজ ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২০৪টির বা ৫৪.৪০ শতাংশের, শেয়ার দর কমেছে ১৪৬টির বা ৩৮.৯৩ শতাংশের এবং ২৫টির বা ৬.৬৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৩৩.৯২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৯ হাজার ৬৪৯.৩১ পয়েন্টে।
সিএসইতে আজ ৩২০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭১টির দর বেড়েছে, কমেছে ১২৩টির আর ২৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১১৬ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
Posted ৩:৫২ অপরাহ্ণ | সোমবার, ১৬ আগস্ট ২০২১
bankbimaarthonity.com | rina sristy