• সূচক কমলেও বেড়েছে লেনদেন

    বিবিএ নিউজ.নেট | ০৪ অক্টোবর ২০২১ | ৫:১৯ অপরাহ্ণ

    সূচক কমলেও বেড়েছে লেনদেন
    apps

    উত্থানে শুরু হলেও সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস (সোমবার) নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে। সূচকের সাথে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার অঙ্কে লেনদেন আগের কার্যদিবস থেকে ৩০০ কোটি টাকা বেড়েছে।

    আজ  ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৮.৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে সাত হাজার ৩২৭.৫৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৫৯৩.৭৪ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ২৩.৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৭৬৫.২৬ পয়েন্টে।

    Progoti-Insurance-AAA.jpg

    ডিএসইতে আজ দুই হাজার ৭৫৫ কোটি ২০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩১৫ কোটি ৯৬ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল দুই হাজার ৪৩৯ কোটি ২৪ লাখ টাকার।

    ডিএসইতে ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৮টির বা ১২.৭৭ শতাংশের, শেয়ার দর কমেছে ২৯৭টির বা ৭৮.৯৯ শতাংশের এবং ৩১টির বা ৮.২৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।


    অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৫.৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১ হাজার ৪৬৪.৩৭ পয়েন্টে।

    সিএসইতে আজ ৩২২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৬টির দর বেড়েছে, কমেছে ২৩৬টির আর ২০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১১৫ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৫:১৯ অপরাহ্ণ | সোমবার, ০৪ অক্টোবর ২০২১

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি