| বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 23 বার পঠিত
আজ ১৮ সেপ্টেম্বর সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন লেনদেনের শুরুতে সূচকের উঠানামা খুবই ধীর গতি ছিল। কিন্ত বেলা সাড়ে ১১টার পর একটানা সূচকের তীর উপরের দিকে উঠে যায়। কিন্তু ৩০ মিনিট পর আবারও সূচক কমলেও পরবর্তীতে বেড়েছে। সূচকের অস্থির উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। দিনশেষে সূচক সামান্য বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২২ শতাংশ বা ১২.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৯৪.১৩ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৪৫.৬৮ পয়েন্ট এবং ডিএসই–৩০ সূচক ৮.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৭৬.৯৭ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ২২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৮.৫৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
আজ ডিএসইতে ১৮ কোটি ১৫ লাখ ৪৯ হাজার ১৩৪টি শেয়ার ১ লাখ ৬৩ হাজার ৫৫বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৫৩ কোটি ৬৫ লাখ ৭৩ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১৭ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫২ শতাংশ বা ৩০.১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৮১.৬০ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৩৮.১৮ পয়েন্ট এবং ডিএসই–৩০ সূচক ১৬.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬৮.৬১ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৪০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৬ টির, কমেছে ১৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৮.৯০ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
গত কার্যদিবসে ডিএসইতে ১৯ কোটি ৪৪ লাখ ৮ হাজার ৮৬১টি শেয়ার ১ লাখ ৯৬ হাজার ৮৭৮ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৩৪ কোটি ৯৬ লাখ ২৭ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৮১ কোটি ৩০ লাখ ৫৫ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৪ শতাংশ বা ৪০.০০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৬ হাজার ১১৭.০৬ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি ৪০ লাখ ৪৬ হাজার ৩২৫ টাকা।
Posted ৫:০৩ অপরাহ্ণ | বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan