সোমবার ১৬ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

সূচক সামান্য বাড়লেও কমেছে লেনদেন

বিবিএ নিউজ.নেট   |   বুধবার, ১১ আগস্ট ২০২১   |   প্রিন্ট   |   316 বার পঠিত

সূচক সামান্য বাড়লেও কমেছে লেনদেন

আগের কার্যদিবসে কিছুটা পতন হলেও আজ বুধবার সামান্য উত্থানে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন।

এদিন সূচক বাড়লেও লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগের শেয়ার ও ইউনিট দর এবং টাকার অঙ্কে লেনদেন কমেছে।

ডিএসইতে আজ ২ হাজার ২১২ কোটি ৮৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৬২৭ কোটি ২২ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৮৪০ কোটি ১১ লাখ টাকা।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫.৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ছয় হাজার ৬২৩.৩১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৬০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৩.৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় যথাক্রমে এক হাজার ৪৪৪.০৭ পয়েন্টে এবং দুই হাজার ৩৯৭.৬৫ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১১টির বা ২৯.৫২ শতাংশের, শেয়ার দর কমেছে ২৩৬টির বা ৬২.৭৭ শতাংশের এবং ২৯টির বা ৭.৭১ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত ছিল।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪.২৩ পয়েন্ট কমে দাঁড়ায় ১৯ হাজার ২৭৭.৬১ পয়েন্টে।

সিএসইতে আজ ৩১৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯১টির দর বেড়েছে, কমেছে ১৮৪টির আর ৪৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৮৭ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:৩২ অপরাহ্ণ | বুধবার, ১১ আগস্ট ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।