• সূচক সামান্য বাড়লেও কমেছে লেনদেন

    বিবিএ নিউজ.নেট | ২৩ সেপ্টেম্বর ২০২১ | ৫:৫৭ অপরাহ্ণ

    সূচক সামান্য বাড়লেও কমেছে লেনদেন
    apps

    সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সামান্য উত্থানে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান প্রধান সূচক সামান্য বেড়েছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন কমেছে।

    এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮.৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ২৫০.৬০ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ০.৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৬৭৩.৫৫ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ১.৪৬ পয়েন্ট কমেছে।

    Progoti-Insurance-AAA.jpg

    ডিএসইতে আজ ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৪৫টির বা ৩৮.৬৭ শতাংশের, দর কমেছে ১৮৫টির বা ৪৯.৩৩ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির বা ১২ শতাংশের দর।

    ডিএসইতে আজ এক হাজার ৮৫২ কোটি ৪২ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন ছিল দুই হাজার ১৫০ কোটি ৬৮ লাখ টাকা। এ হিসেবে লেনদেন ২৯৮ কোটি ২৬ লাখ টাকা কমেছে।


    এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২.২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ১৫৯.৮২ পয়েন্টে। আর লেনদেন হওয়া ৩১৫টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ১৬৩টির ও ৩৪টির দর অপরিবর্তিত রয়েছে। বাজারটিতে টাকার অঙ্কে লেনদেন হয়েছে ৫০ কোটি ৮১ লাখ টাকার সিকিউরিটিজ।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৫:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি