বিবিএনিউজ.নেট | ২৯ ফেব্রুয়ারি ২০২০ | ১১:১৭ পূর্বাহ্ণ
সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের ৪০তম সাধারণ অধিবেশন সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বোর্ডের চেয়ারম্যান মুফতী ড. মুহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ডের উপদেষ্টা শাহ আব্দুল হান্নান, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) চেয়ারম্যান প্রফেসর ড. মো. নাজমুল হাসান, নির্বাহী কমিটির চেয়ারম্যান এম আযীযুল হক, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ, ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী, ব্যাংক এশিয়া লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন এবং দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম শমসের আলীসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১১:১৭ পূর্বাহ্ণ | শনিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২০
bankbimaarthonity.com | Sajeed