
| রবিবার, ২৭ জানুয়ারি ২০১৯ | প্রিন্ট | 680 বার পঠিত
ঠিকমতো সেবা না দিলে চিকিৎসকদেরও ওএসডি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৭ জানুয়ারি) সকালে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয় পরিদর্শনে এসে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘সব জেলায় সার্ভে করতে হবে, কেন হাসপাতালে ডাক্তার থাকে না?’ এসময় তিনি যেসব চিকিৎসক ও নার্স সেবা দেবেন না, তাদের ওএসডি করে রাখার নির্দেশ দেন।
তিনি আরও বলেন, ‘চিকিৎসকদের রাষ্ট্রীয় সম্মান দেয়া হয়েছে, তাদের অবশ্যই চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। তা না হলে চাকরি থেকে চলে যেতে হবে তাদের।’
এসময় তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন চলমান কার্যক্রম ও অগ্রগতি প্রধানমন্ত্রী তদারকি করেন। এছাড়া মন্ত্রণালয়ের একশ দিনের পরিকল্পনা বিষয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে।
চিকিৎসকদের দুই বছর ইন্টার্নশিপের ব্যবস্থা করতে হবে। এর মধ্যে এক বছর মেডিকেল কলেজে, অন্যবছর থাকতে হবে উপজেলা পর্যায়ের হাসপাতালে।
আগামীতে বায়োমেট্রিক পদ্ধতিতে চিকিৎসকদের হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করা হবে। বায়োমেট্রিক পদ্ধতি চালু করতে হবে।
উল্লেখ্য, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে স্বাস্থ্যসেবা গুরুত্ব পেয়েছে। ইশতেহার বাস্তবায়নেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।
Posted ৭:৪৫ অপরাহ্ণ | রবিবার, ২৭ জানুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed