| ০৬ ফেব্রুয়ারি ২০২১ | ৫:২৮ অপরাহ্ণ
রিং সাইন টেক্সটাইলসের উৎপাদন বন্ধের কারণসহ সার্বিক অবস্থা জানতে সোমবার কারখানা পরিদর্শনে যাবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তদন্ত কমিটি।
এ বিষয়ে গত ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথোরিটির (বেপজা) নির্বাহি চেয়ারম্যান ও রিং সাইনের ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দিয়েছে বিএসইসি।
চিঠিতে বলা হয়েছে, তদন্ত কমিটি আগামি ৮ ফেব্রুয়ারি কারখানা পরিদর্শন করবে। কোম্পানির প্রকৃত উৎপাদনের অবস্থা, উৎপাদন সক্ষমতা, উৎপাদন বন্ধের কারন, মজুদ পণ্যের তথ্য ও ম্যানেজমেন্টের ভবিষ্যত পরিকল্পনাসহ অন্যান্য বিষয় জানার জন্য তারা পরিদর্শনে যাবে।
এজন্য রিং সাইনের প্রথম সারির ম্যানেজমেন্টকে পরিদর্শনের সময় উপস্থিত থাকার জন্য চিঠিতে অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ৫:২৮ অপরাহ্ণ | শনিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২১
bankbimaarthonity.com | rina sristy