| ১৫ মার্চ ২০২১ | ৪:১৫ অপরাহ্ণ
সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ ইদ্রিছ। এর আগে তিনি একই পদে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে কর্মরত ছিলেন। তিনি জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক হিসেবেও কাজ করেছেন।
মোহাম্মদ ইদ্রিছ ১৯৮৯ সালে সহকারী প্রকৌশলী হিসেবে জনতা ব্যাংকে তার কর্মজীবন শুরু করেন। জনতা ব্যাংকে চাকরিকালে তিনি বিভিন্ন শাখা, বিভাগ ও এরিয়া প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
১৯৮৬ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ২০১২ সালে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। চট্টগ্রাম জেলার রাঙ্গুনীয়া থানার মরিয়ম নগর গ্রামে তার জন্ম।
বাংলাদেশ সময়: ৪:১৫ অপরাহ্ণ | সোমবার, ১৫ মার্চ ২০২১
bankbimaarthonity.com | rina sristy