নিজস্ব প্রতিবেদক | ১৪ জুলাই ২০২১ | ১২:৩১ অপরাহ্ণ
পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের লেনদেন কার্যক্রম পরিদর্শন করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত ১২ জুলাই বিএসইসি এ সংক্রান্ত একটি চিঠি জারি করে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, পরিদর্শক প্রতিনিধি কোম্পানিটির লেনদেন পরযবেক্ষণের পর আগামী ১০ কর্মদিবসের মধ্যে কমিশনে চিঠি ইস্যু করবে।
প্রসঙ্গত, সোনালী লাইফ ইন্স্যুরেন্স গত ৩০ জুন পুঁজিবাজারে লেনদেন শুরু করে। ১৩ জুলাই পরযন্ত কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা থেকে সর্বোচ্চ ৮১ টাকা পরযন্ত বেড়েছে।
বাংলাদেশ সময়: ১২:৩১ অপরাহ্ণ | বুধবার, ১৪ জুলাই ২০২১
bankbimaarthonity.com | saed khan