নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১ | প্রিন্ট | 2524 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার (২৪ আগস্ট ২০২১) দুপুর ১২ টায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানি চেয়ারম্যান নূর ই হাফসা।
সভায় ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদনের উপর আলোচনা করেন পরিচালনা পর্ষদ ও বিনিয়োগকারীরা। এতে দেখা যায় ২০২০ সালে সোনালী লাইফের গ্রস প্রিমিয়াম আয় ৫৩ কোটি ৫২ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ১৩৪ কোটি ৬০ লাখ টাকা হয়েছে। যা ২০১৯ সালে ছিল ৮১ কোটি ৮ লাখ টাকা, ১ম বর্ষ প্রিমিয়াম ৩২ কোটি ৪৩ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ৭৪ কোটি ৫৯ লাখ টাকা হয়েছে। যা ২০১৯ সালে ছিল ৪২ কোটি ১৬ লাখ টাকা। নবায়ন প্রিমিয়াম ২২ কোটি ৮ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ৫৬ কোটি ৩৫ লাখ টাকা হয়েছে, যা ২০১৯ সালে ছিল ৩৩ কোটি ৫৫ লাখ টাকা।
লাইফ ফান্ড ৫৮ কোটি ৩৭ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ১৫৩ কোটি ৭০ লাখ টাকা হয়েছে। যা ২০১৯ সালে ছিল ৯৫ কোটি ৩৩ লাখ টাকা, মোট সম্পদ ৬২ কোটি ২৩ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ১৯৪ কোটি ৯৩ লাখ টাকা হয়েছে, যা ২০১৯ সালে ছিল ১৩২ কোটি ৭০ লাখ টাকা। পাশাপাশি দাবির পরিশোধের পরিমাণ আগের চেয়ে কিছুটা বেড়েছে। আলোচ্য বছরে দাবি পরিশোধ করেছে ৩১২ কোটি ৯৯ লাখ টাকা, যা আগের বছর ছিল ৯ কোটি ৪১ লাখ টাকা। সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ২০২০ সালে বিনিয়োগ ও অন্যান্য আয় বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৯৭ লাখ টাকা, যা ২০১৯ সালে ছিল ৬ কোটি ২৪ লাখ টাকা।
সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিতে ২০২০ সালের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান ফৌজিয়া কামরুন তানিয়া, পরিচালক কে এম ফারুক, এস মোহাম্মদ ডানিয়েল, স্বতন্ত্র পরিচালক কাজী মনিরুজ্জামান, প্রফেসর নুরুন নবীসহ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিসি) মীর রাশেদ বিন আমান। শেয়ারহোল্ডারবৃন্দের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে বিভিন্ন প্রশ্নের জবাব দেন কোম্পানির চেয়ারম্যান নূর ই হাফসা।
Posted ৩:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১
bankbimaarthonity.com | rina sristy