বিবিএনিউজ.নেট | ২৯ অক্টোবর ২০১৯ | ৩:৫৮ অপরাহ্ণ
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং কমার্স ব্যাংক জার্মানির মধ্যে মাস্টার ট্রেড ফাইন্যান্স চুক্তি সই হয়েছে। ২৮ অক্টোবর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী এর উপস্থিতিতে সোশ্যাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম এবং কমার্স ব্যাংক, ঢাকার চিফ রিপ্রেজেন্টেটিভ তৌফিক আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন।
এ সময় এসআইবিএলের ইভিপি ও আন্তর্জাতিক বিভাগের প্রধান মোঃ আকমল হোসেন, কমার্স ব্যাংক, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এবং এশিয়ানের সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার ক্রিশ্চিয়ান মাহলবয়ার, কমার্স ব্যাংক ঢাকার রিপ্রেজেন্টেটিভ মুহাম্মদ নিয়াজ মাহবুবসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ৩:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed