• সোস্যাল ইসলামী ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

    বিবিএ নিউজ.নেট | ২৮ ডিসেম্বর ২০২১ | ৬:০৪ অপরাহ্ণ

    সোস্যাল ইসলামী ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
    apps

    সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ফেনী শাখার অফিসার (ক্যাশ) হাসান মোহাম্মদ রাশেদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে পাঁচ গ্রাহকের ১৮ লাখ ৩৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

    মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুদকের সহাকরী পরিচালক সুবেল আহমেদ বাদী হয়ে নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে ফৌজদারী দন্ডবিধির ৪০৯/৪৬৭/৪৬৮/ ৪৭১/৪২০ ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ধারায় হাসান মোহাম্মদ রাশেদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নম্বর-০৩।

    Progoti-Insurance-AAA.jpg

    এদিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক। আসামীর স্থায়ী ঠিকানা : পিতা-আবদুল মালেক, মাতা- হোসনে আরা বেগম, মালেক ভবন (মাজার এলাকা), গ্রাম: গজারিয়া, ডাকঘর: গজারিয়া থানা-দাগন ভূঁইয়া এবং জেলা ফেনী।

    তিনি আরো জানান, আসামী হাসান মোহাম্মদ রাশেদ বর্তমানে চাকরি থেকে বরখাস্ত। তিনি ২০১৬ সালের ৪ মার্চ থেকে ২০১৯ সালের ১৬ জুলাই পর্যন্ত সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ফেনী শাখার অফিসার ক্যাশ দায়িত্বে ছিলেন।


    ওই সময়ের মধ্যে বিভিন্ন তারিখে জালিয়াতির আশ্রয় নিয়ে ও ক্ষমতার অপব্যবহার করে ৫ জন গ্রাহকের ১৮ লাখ ৩৭ হাজার আত্মসাৎ করেন।

    ওই ৫ গ্রাহকের মধ্যে আরিফুর রহমান আরিফের ২ লাখ ৪ হাজার টাকা, নুর হোসেনের ৩ লাখ ২০ হাজার টাকা, সাহেদা আখতারের ৩ লাখ টাকা, ফারুফ আহম্মদের ৪ লাখ টাকা এবং আবদুস ছালামের ৬ লাখ ১৩ হাজার টাকাসহ ১৮ লাখ ৩৭ হাজার টাকা আত্মসাৎ করেন।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৬:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ ক্যালেন্ডার

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০  
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি