নিজস্ব প্রতিবেদক | ২০ এপ্রিল ২০২০ | ১:২০ অপরাহ্ণ
রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে গত কয়েকদিনে পাঁচজন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। হাসপাতালের পরিচালক উত্তম বড়ুয়া এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আক্রান্ত পাঁচজনের মধ্যে দুজন মেডিসিন বিভাগ, একজন শিশু বিভাগ, একজন অবেদনবিদ্যা বিভাগ ও একজন বহির্বিভাগের চিকিৎসক।
আক্রান্ত পাঁচ চিকিৎসক কোনো রোগীর সংস্পর্শে এসেছিলেন কি না, সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।হাসপাতাল সূত্র বলছে, তাদের সন্দেহ, বহির্বিভাগের চিকিৎসক প্রথমে আক্রান্ত হন। পরে অন্যরা সংক্রমিত হন।
বাংলাদেশ সময়: ১:২০ অপরাহ্ণ | সোমবার, ২০ এপ্রিল ২০২০
bankbimaarthonity.com | saimun zidne