বিবিএনিউজ.নেট | ১৫ ডিসেম্বর ২০১৯ | ৩:৩৯ অপরাহ্ণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের প্রতিষ্ঠান স্টাইল ক্রাফট লিমিটেডের ৩৬তম বার্ষিক সাধারণ সভা আজ রোববার রাজধানীর স্পেকট্র কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। কোম্পানি ৩০ জুন,২০১৯ অর্থবছরের জন্য ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণার পরিপ্রেক্ষিতে শেয়ারহোল্ডারদের সম্মতিতে অনুমোদিত হয়।
কোম্পানির চেয়ারম্যান ড. আলমাস বেগমের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক শামস আলমাস রহমান, পরিচালক এম ফজলুর রহমান, শরীফ আলমাস রহমান, মোসলেহউদ্দিন আহমেদ, চিফ ফিন্যান্স অফিসার এবিএম লুৎফর রহমান। সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব এডমান্ড গুডা। এছাড়া বিপুলসংখ্যক বিনিয়োগকারীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ৩:৩৯ অপরাহ্ণ | রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed