• স্ত্রীকে দেড় কোটি শেয়ার দিলেন ন্যাশনাল ব্যাংকের উদ্যোক্তা

    বিবিএনিউজ.নেট | ২০ জুন ২০১৯ | ১২:৪৫ অপরাহ্ণ

    স্ত্রীকে দেড় কোটি শেয়ার দিলেন ন্যাশনাল ব্যাংকের উদ্যোক্তা
    apps

    পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ন্যাশনাল ব্যাংকের উদ্যোক্তা মাহবুবুর রহমান তার স্ত্রী হামিদা রহমানকে প্রায় দেড় কোটি শেয়ার উপহার দিয়েছেন।

    পূর্বে দেয়া ঘোষণা অনুযায়ী, মাহবুবুর রহমানের বিও হিসাব থেকে হামিদা রহমানের বিও হিসাবে শেয়ার সরবরাহ করা হয়েছে বলে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে।

    Progoti-Insurance-AAA.jpg

    ডিএসই জানায়, গত ১৬ জুন স্ত্রী হামিদা রহমানকে শেয়ার উপহার দেয়ার ঘোষণা দেন মাহবুবুর রহমান। ওই ঘোষণা অনুযায়ী মাহবুবুর রহমানের কাছে থাকা ১ কোটি ৩২ লাখ ৫০ হাজার শেয়ার তার স্ত্রীর অনুকূলে সরবরাহ করা হয়েছে।

    ডিএসইর তথ্য অনুযায়ী, ২ হাজার ৬৫৪ কোটি ৯১ লাখ টাকা পরিশোধিত মূলধনের এই ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ২৬৫ কোটি ৪৯ লাখ ৭ হাজার ৯১৩টি।


    এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে আছে ৩১ দশমিক ৭৮ শতাংশ শেয়ার। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৪৬ দশমিক ৯৯ শতাংশ। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৮ দশমিক ৭৪ শতাংশ এবং বিদেশিদের কাছে ২ দশমিক ৪৯ শতাংশ শেয়ার আছে।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১২:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি