বিবিএনিউজ.নেট | রবিবার, ২৩ জুন ২০১৯ | প্রিন্ট | 562 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এনসিসি ব্যাংকের উদ্যোক্তা ফখরুল আনোয়ার তার স্ত্রী শাহাজাদী সৈয়দ শামীম আহমেদকে ৩০ লাখ শেয়ার উপহার দিয়েছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী, ফখরুল আনোয়ারের বিও হিসাব থেকে তার স্ত্রীর বিও হিসেবে শেয়ার সরবরাহ করা হয়েছে বলে আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে।
ডিএসই জানিয়েছে, ফখরুল আনোয়ার তার স্ত্রী শাহাজাদী সৈয়দ শামীম আহমেদকে শেয়ার উপহার দেয়ার ঘোষণা দেন গত ১৩ জুন। ওই ঘোষণা অনুযায়ী, ফখরুল আনোয়ারের কাছে থাকা ৩০ লাখ শেয়ার তার স্ত্রীর অনুকূলে সরবরাহ করা হয়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, ৮৮৩ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকা পরিশোধিত মূলধনের এই ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ৮৮ কোটি ৩২ লাখ ১৮ হাজার ৩টি। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে আছে ৩৯ দশমিক ৩২ শতাংশ শেয়ার। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৪০ দশমিক ৩৭ শতাংশ। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৯ দশমিক শূন্য ৩ শতাংশ এবং বিদেশিদের কাছে ১ দশমিক ২৮ শতাংশ শেয়ার আছে।
Posted ১২:৫২ অপরাহ্ণ | রবিবার, ২৩ জুন ২০১৯
bankbimaarthonity.com | Sajeed