• স্পট মার্কেটে যাচ্ছে হাইডেলবার্গ সিমেন্ট

    নিজস্ব প্রতিবেদক | ২২ মার্চ ২০২১ | ১১:৪৫ পূর্বাহ্ণ

    স্পট মার্কেটে যাচ্ছে হাইডেলবার্গ সিমেন্ট
    apps

    ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল মঙ্গলবার এবং বুধবার স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট। রেকর্ড ডেটের কারণে ২৫ মার্চ বৃহস্পতিবার এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
    জানা যায়, হাইডেলবার্গ সিমেন্ট দুই কোম্পানিকে অধিগ্রহণের জন্য বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ২ মে ইজিএম অনুষ্ঠান করবে। কোম্পানিটির ইজিএম আগামী ২ মে সকাল ১০টায় কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ অনুষ্ঠিত হবে।
    এর আগে হাইডেলবার্গ সিমেন্টের মার্জারের বিষয়ে উচ্চ আদালত সম্মতি জানিয়েছে। কোম্পানিটি এমিরেটস সিমেন্ট বাংলাদেশ ও এমিরেটস পাওয়ার কোম্পানিকে অধিগ্রহণ করেছে।
    হাইডেলবার্গ সিমেন্ট, এমিরেটস সিমেন্ট বাংলাদেশ ও এমিরেটস পাওয়ার কোম্পানি যৌথভাবে মার্জারের বিষয়ে উচ্চ আদালতে আবেদন করে। গত ৭ ফেব্রুয়ারি উচ্চ আদালত কোম্পানিগুলোর আবেদনের প্রতি সন্তুষ্ট প্রকাশ করে। আর বিষয়টি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) জানানোর নির্দেশ দিয়েছে।
    এমিরেটস সিমেন্ট ও এমিরেটস পাওয়ার কোম্পানির রেজিস্ট্রেড অফিস ইস্ট মুক্তারপুর, মুন্সিগঞ্জ ঢাকায় অবস্থিত।

    সিমেন্ট খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ১০০ কোটি টাকা এবং ৫৬ কোটি ৫০ লাখ ৪০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৩৪৯ কোটি ৬৪ লাখ টাকা। এ কোম্পানির ৫ কোটি ৬৫ লাখ ৩ হাজার ৫৯০টি শেয়ারের মধ্যে ৬০.৬৭ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২৬.২৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.৫১ শতাংশ বিদেশি এবং ১২.৫৮ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

    Progoti-Insurance-AAA.jpg
    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১১:৪৫ পূর্বাহ্ণ | সোমবার, ২২ মার্চ ২০২১

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি