নিজস্ব প্রতিবেদক | ০৭ জুন ২০২১ | ১২:৪৮ অপরাহ্ণ
ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ৮ ও ৯ জুন স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। এগুলো হলো- আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। রেকর্ড ডেটের কারণে আগামী ১০ জুন এ দুই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ব্যাংক খাতের কোম্পানি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
ঘোষিত লভ্যাংশ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৯ আগস্ট, সোমবার বেলা সাড়ে ১১টায় এ কোম্পানির ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ারপ্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) ২ টাকা ৪১ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ২ টাকা ৪০ পয়সা।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (সলো ইপিএস) ২ টাকা ২৮ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ২ টাকা ২৭ পয়সা।
আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ২২ টাকা ৩৫ পয়সা।
এদিকে, বীমা খাতের কোম্পানি রূপালী ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত ২০২০ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯০ পয়সা।
আগামী ৩ আগস্ট ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১২:৪৮ অপরাহ্ণ | সোমবার, ০৭ জুন ২০২১
bankbimaarthonity.com | saed khan