| বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪ | প্রিন্ট | 68 বার পঠিত
ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামী ২৩ ও ২৪ জুন স্পট মার্কেটে লেনদেন করবে ৩ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ৩টি হলো- হামি ইন্ডাস্ট্রিজ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স।
রেকর্ড ডেটের কারণে আগামী ২৫ জুন এই ৩ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
হামি ইন্ডাষ্ট্রিজ : কোম্পানিটি ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শুধুমাত্র সাধারণ বিনিয়োগকারীদের জন্য অর্ন্তর্বতী ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
এর আগে, কোম্পানিটি প্রথম দুই প্রান্তিকেও (জুলাই’২৩-ডিসেম্বর’২৩) বিনিয়োগকারীদের ১ শতাংশ অর্ন্তর্বতী ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০৬ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১৯ পয়সা।
অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২১ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৫৬ পয়সা।
৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ১০ পয়সা।
পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৯ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৪০ পয়সা (রিস্টেটেড)।
৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩ টাকা ৭৭ পয়সা।
আগামী ১ সেপ্টেম্বর ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮১ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৭৭ পয়সা (রিস্টেটেড)।
৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭ টাকা ৪৭ পয়সা।
আগামী ২ সেপ্টেম্বর দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মে ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
Posted ২:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪
bankbimaarthonity.com | saed khan