| রবিবার, ২১ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | 72 বার পঠিত
রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ২৩ এপ্রিল স্পট মার্কেটে লেনদেন করবে ২ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ২টি হলো- অগ্রনী ইন্স্যুরেন্স এবং আইপিডিসি।
রেকর্ড ডেটের কারণে আগামী ২৪ এপ্রিল এই ২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
জানা যায়, ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত সময়ের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৮৬ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২০ টাকা ৩১ পয়সায়।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৭ জুন।
এদিকে, ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে আর্থিক খাতের কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৪৩ পয়সা।
৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ১৯ পয়সা।
আগামী ১৬ মে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
২০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা
নিজস্ব প্রতিবেদক : ২০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা দিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডর দ্যোক্তা ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের কাছে থাকা ফান্ডটির ১ কোটি ৫০ লাখ ইউনিটের মধ্যে ২০ লাখ ইউনিট বিক্রি করবে।
আগামী ৩০ এপ্রিলের মধ্যে ডিএসইর পাবলিক মার্কেটে বিদ্যমান বাজারদরে ঘোষিত ইউনিট বিক্রি সপন্ন করবে।
Posted ১২:২৪ অপরাহ্ণ | রবিবার, ২১ এপ্রিল ২০২৪
bankbimaarthonity.com | saed khan