| সোমবার, ০২ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 81 বার পঠিত
রেকর্ড ডেটের আগের আগামীকাল ও ০৪ সেপ্টেম্বর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান ২টি হলো- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং গ্রামীন স্কিম-টু। রেকর্ড ডেটের কারণে আগামী ০৫ সেপ্টেম্বর এই দুই প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
আগামী ২৮ সেপ্টেম্বর দুপুর ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
এদিকে, ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ৬.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রামীণ ওয়ানঃ স্কিম-২ মিউচুয়াল ফান্ড। অর্থাৎ ইউনিট প্রতি ৬৫ পয়সা ডিভিডেন্ড পাবেন ফান্ডটির ইউনিটধারীরা।
সমাপ্ত অর্থবছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৬৫ পয়সা। আগের বছরও ইপিইউ ছিল ৬৫ পয়সা।
আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিট প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৬১ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৫৪ পয়সা।
Posted ১:০৫ অপরাহ্ণ | সোমবার, ০২ সেপ্টেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan