বিবিএ নিউজ.নেট | ১২ মে ২০২১ | ১২:৩৮ অপরাহ্ণ
দেশের বর্তমান করোনা পরিস্থিতিতে গত বছরের ন্যায় এবারও স্বল্পআয়ের শ্রমজীবী মানুষদের সহায়তা করতে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে মীর গ্রুপ।
এরই ধারাবাহিকতায় সম্প্রতি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়ার কাছে ১০ মেট্রিক টন চাল হস্তান্তর করা হয়।
মীর গ্রুপের প্রধান জনসংযোগ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম উপস্থিত থেকে এই চাল হস্তান্তর করেন।
তিনি উল্লেখ করেন, করোনাভাইরাসের কারণে সৃষ্ট সমস্যা লাঘবের জন্য মীর গ্রুপ সবসময় সমাজের অসহায় ও অবহেলিত মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন মীর গ্রুপের মানবসম্পদ বিভাগের সিনিয়র ম্যানেজার সৈয়দ মিরাজ আহসান, তারেকুর রহমান ও লজিস্টিকসের সিনিয়র ম্যানেজার নাজমুল হুদা।
বাংলাদেশ সময়: ১২:৩৮ অপরাহ্ণ | বুধবার, ১২ মে ২০২১
bankbimaarthonity.com | rina sristy