| সোমবার, ১২ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 72 বার পঠিত
হাসিনা সরকার পতনের পর থেকেই ধারাবাহিকভাবে উল্লেখযোগ্য হারে বাড়ছে সূচক ও লেনদেন দেশের শেয়ারবাজারে। টানা উত্থানের পর আজ ১২ আগস্ট দর সংশোধন হয়েছে। এর ফলে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৩৯ শতাংশ বা ৮৩.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৯৩২.২৭ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ১৪.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৭০.৮১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩০.৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৫৩.৫৩ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৪০৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩ টির, কমেছে ৩৩৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৩.১৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
আজ ডিএসইতে ৪৪ কোটি ৩৫ লাখ ১২ হাজার ৮৮১ টি শেয়ার ২ লাখ ২৮ হাজার ৪০৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ১৪৩ কোটি ২ লাখ ৩১ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১১ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৫৩ শতাংশ বা ৯১.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ১৫.৯০ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ১০.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২৮৫.২৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫১.৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১৮৪.৩৫ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৭৩ টির, কমেছিল ২০৭ টির এবং অপরিবর্তিত রয়েছিল ২০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪৩.২৫ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।
গত কার্যদিবসে ডিএসইতে ৭৬ কোটি ১ লাখ ৭২ হাজার ৮৯৪ টি শেয়ার ৩ লাখ ৫৯ হাজার ৬৫৮ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ২ হাজার ১০ কোটি ৮ লাখ ৯৪ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৮৬৭ কোটি ৬ লাখ ৬৩ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৭২ শতাংশ বা ১২৪.৯১ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৭ হাজার ১৫৭.৫৪ পয়েন্টে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৬৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৮ টির, কমেছে ১৮৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ২০ কোটি ১৭ লাখ ২৬ হাজার ৫২৯ টাকা।
Posted ৪:৪৫ অপরাহ্ণ | সোমবার, ১২ আগস্ট ২০২৪
bankbimaarthonity.com | saed khan