• স্বাস্থ্যমন্ত্রীর এপিএস ড. আরিফুরকে দুদকে তলব

    বিবিএনিউজ.নেট | ১৫ জানুয়ারি ২০২০ | ১১:৩২ পূর্বাহ্ণ

    স্বাস্থ্যমন্ত্রীর এপিএস ড. আরিফুরকে দুদকে তলব
    apps

    স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের সহকারী একান্ত সচিব (এপিএস) ড. আরিফুর রহমান সেখকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া মুন্সীগঞ্জের যুবলীগ নেতা জাকির হোসেনকেও তলব করা হয়েছে। আগামী ২০ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাদের হাজির হতে বলা হয়েছে।

    মঙ্গলবার তাদের নামে তলবি নোটিশ পাঠানো হয়। দুদকের ঊর্ধ্বতন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

    Progoti-Insurance-AAA.jpg

    দুদক জানায়, বিদেশে প্রশিক্ষণে পাঠানোর নামে টাকা আত্মসাৎ, সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজের ঠিকাদারি পাইয়ে দিয়ে সম্পদ অর্জনের অভিযোগে ড. আরিফুর রহমান সেখকে তলব করা হয়েছে। আর ক্যাসিনো কারবারে জড়িত থাকার অভিযোগে মুন্সীগঞ্জের যুবলীগ নেতা জাকির হোসেনকে তলব করা হয়। জাকির কথিত যুবলীগ নেতা ও বিতর্কিত ঠিকাদার জি কে শামীমের ঘনিষ্ঠ সহযোগী বলে জানায় দুদক।

    Facebook Comments Box


    বাংলাদেশ সময়: ১১:৩২ পূর্বাহ্ণ | বুধবার, ১৫ জানুয়ারি ২০২০

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শেখ হাসিনা মিউনিখের পথে

    ১৪ ফেব্রুয়ারি ২০১৯

    Archive Calendar

  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি