• জরুরী ঘোষণা স্বাস্থ্য অধিদফতরের

    নিজস্ব প্রতিবেদক: | ১৬ এপ্রিল ২০২০ | ৮:২৫ অপরাহ্ণ

    জরুরী ঘোষণা স্বাস্থ্য অধিদফতরের
    apps

    পুরো দেশকে ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদফতর। প্রতিষ্ঠানটির মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত বৃহস্পতিবারের এক আদেশে এই ঘোষণা দেয়া হয়।

    এতে বলা হয়, দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সংক্রমণ ঠেকাতে ঘরে থাকা, অপ্রয়োজনে বাইরে না যাওয়াসহ বেশ কিছু নির্দেশনা জারি করা হয়েছে। এসব নির্দেশনা না মানলে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ, নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

    Progoti-Insurance-AAA.jpg

    ঘোষণায় আরও বলা হয়, সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে। ঘরে থাকতে হবে, জরুরী প্রয়োজন ছাড়া বের হওয়া যাবে না। এক এলাকা থেকে অন্য এলাকায় যাতায়াত করা যাবে না। সন্ধ্যা ৬টা-সকাল ৬টা পর্যন্ত কেউ ঘরের বাইরে যেতে পারবে না। এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সরকারি প্রশাসন ও কর্তৃপক্ষের সহায়তা নিয়ে অন্য ধারাগুলো প্রয়োগের ক্ষমতা সংরক্ষণ করবে।

    Facebook Comments Box


    বাংলাদেশ সময়: ৮:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শেখ হাসিনা মিউনিখের পথে

    ১৪ ফেব্রুয়ারি ২০১৯

    Archive Calendar

  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি