বিবিএনিউজ.নেট | ২৩ জুলাই ২০২০ | ৩:২৯ অপরাহ্ণ
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. আমিনুল হাসানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাঁর স্থলে মাইক্রো ব্যাকটেরিয়াল ডিজিজ কন্ট্রোলের উপ-পরিচালক ডা. ফরিদ হোসেন মিয়াকে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার নতুন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার এই কর্মকর্তাকে নিয়োগ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
এর আগে গত মঙ্গলবার পদত্যাগপত্র জমা দিয়েছেন অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। করোনা সংকট নিয়ে সমালোচনার মুখে নতুন পরিচালক নিয়োগ দেওয়া হলো।
বাংলাদেশ সময়: ৩:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
bankbimaarthonity.com | Sajeed