
বিবিএনিউজ.নেট | বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট | 593 বার পঠিত
হজ ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের (এইচএফসিএল) ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কোম্পানির পরিচালক মোহাম্মদ লকিয়ত উল্লাহ্। সম্প্রতি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় তাকে নির্বাচিত করা হয়।
লকিয়ত উল্লাহ্ বর্তমানে ঢাকা আহছানিয়া মিশনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি এক্সিম ব্যাংকের প্রতিষ্ঠাতা এমডি, যমুনা ব্যাংকের এমডি এবং ব্যাংক এশিয়ার ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি হজ ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের নির্বাহী পরিচালক ছিলেন।
মোহাম্মদ লকিয়ত উল্লাহ্ ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বিভিন্ন আর্থসামাজিক কর্মকাণ্ডে জড়িত। তিনি ব্যক্তিগত এবং পেশাগত কারণে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপসহ পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। ব্যাংকিংয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি বিভিন্ন সংস্থা থেকে পুরস্কৃত হয়েছেন।
Posted ১১:৪২ পূর্বাহ্ণ | বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
bankbimaarthonity.com | Sajeed