
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১ | প্রিন্ট | 285 বার পঠিত
আগামী ২৮ এপ্রিল বেলা পৌনে ৩টায় অনুষ্ঠিত হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাইডেলবার্গ সিমেন্টের বোর্ড সভা। সভায় ৩১ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সিমেন্ট খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ১০০ কোটি টাকা এবং ৫৬ কোটি ৫০ লাখ ৪০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৩৪৯ কোটি ৬৪ লাখ টাকা। এ কোম্পানির ৫ কোটি ৬৫ লাখ ৩ হাজার ৫৯০টি শেয়ারের মধ্যে ৬০.৬৭ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২৬.২৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.৫১ শতাংশ বিদেশি এবং ১২.৫৮ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
এদিকে, জুলাই থেকে সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড লোকসান হয়েছে ৪৮ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ২ টাকা ৫৩ পয়সা।
জানুয়ারি থেকে সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড লোকসান হয়েছে ৩ টাকা ২ পয়সা। আগের বছর একই সময় ছিল ১৭ পয়সা।
তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১১ টাকা ৭২ পয়সা। আগের বছর একই সময়ে তা ছিল ২ টাকা ৯৯ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৮ টাকা ৮৮ পয়সা।
Posted ১২:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
bankbimaarthonity.com | saed khan