নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৭ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 84 বার পঠিত
পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি পরিচালনা পর্ষদের ঘোষিত অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে। ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত সমাপ্ত প্রথম প্রান্তিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়।
বুধবার (৭ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, হামি ইন্ডাস্ট্রিজ পিএলসির ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।
হামি ইন্ডাস্ট্রিজ ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত সমাপ্ত প্রথম প্রান্তিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য এই অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে।
কোম্পানিটির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ ছিল গত ২৬ জুন।
Posted ২:১২ অপরাহ্ণ | বুধবার, ০৭ আগস্ট ২০২৪
bankbimaarthonity.com | rina sristy