•  ১১ টাকায় ট্রাস্ট ইসলামী লাইফের লেনদেন শুরু

    | ১১ মে ২০২৩ | ২:১৮ অপরাহ্ণ

     ১১ টাকায় ট্রাস্ট ইসলামী লাইফের লেনদেন শুরু
    apps

    তালিকাভুক্ত হয়ে দেশের পুঁজিবাজারে যাত্রা শুরু করেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। বৃহস্পতিবার (১১ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সকাল ১০টায় লেনদেন শুরু হয়েছে।

    ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ার ১১টাকায় লেনদেন শুরু হয়েছে। কোম্পানিটির ট্রেডিং কোড হলো- ‘টিআইএলআইএল’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

    Progoti-Insurance-AAA.jpg

    ডিএসইর তথ্য মতে, বিমা কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। তালিকাভুক্তির লক্ষ্যে গত মাসের ৩ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত আবেদন গ্রহণ করে।

    আইপিওর মাধ্যমে প্রতিষ্ঠানটি পুঁজিবাজার থেকে ১৬ কোটি টাকা উত্তোলন করে। ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে আইপিওর মাধ্যমে ১ কোটি ৬০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৬ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা।


    ১৬ কোটি টাকার কোম্পানির শেয়ার পেতে ৩০৫ কোটি টাকার আবেদন জমা করেন বিনিয়োগকারীরা। যা প্রতিটি শেয়ারের বিপরীতে ১৯ দশমিক ৭ গুন বেশি। ফলে প্রতি লট প্রতি ১০ হাজার টাকা আবেদনের বিপরীতে দেশি বিনিয়োগকারীদের দেওয়া হয়েছে ৩৬টি শেয়ার এবং প্রবাসী বিনিয়োগকারীদের দেওয়া হয়েছে ৭২টি করে শেয়ার।

    উল্লেখ্য, চলতি বছরের ২৫ জানুয়ারি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৫৩তম সভায় কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ার ছেড়ে এ টাকা উত্তোলনের অনুমোদন দেওয়া হয়।

    পুঁজিবাজারের টাকা দিয়ে সরকারি ট্রেজারি বন্ড ক্রয়, পুঁজিবাজারে বিনিয়োগ, এফডিআর বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। এর ফলে পুঁজিবাজারে বিমা খাতের কোম্পানি তালিকাভুক্ত হতে যাচ্ছে ৫৭টি।

    কোম্পানিটির ২০২২ সালের ৩০ জুন অ্যাকচুরিয়াল ভ্যালুয়েশন রিপোর্ট অনুযায়ী মোট উদ্বৃত্ত অর্থ ৭৩ লাখ ২০ হাজার টাকা। আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ২:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ মে ২০২৩

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    রডের দাম বাড়ছে

    ১৩ জানুয়ারি ২০১৯

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি