বিবিএনিউজ.নেট | ১৪ জানুয়ারি ২০২০ | ১২:২৫ অপরাহ্ণ
রাজধানী বনানীর নিজ অফিসের ১১ তলার জানালা দিয়ে লাফিয়ে সানলাইফ ইন্স্যুরেন্সের আইটি বিভাগের প্রধান হুমায়ুন কবির (৫৫) আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। কোম্পানিটির দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, হুমায়ুন কবির কীভাবে ১১ তলা থেকে নিচে পড়েছেন তা তারা জানেন না। সোমবার দুপুরে বনানীর ১৭ নম্বর রোডে বিটিআই টাওয়ারে এ ঘটনা ঘটে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আযম মিয়া বলেন, ‘বনানী এফআর টাওয়ারের বিপরীতে বিটিআই টাওয়ারের ১১ তলায় সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির আইটি প্রধান হিসেবে কর্মরত ছিলেন হুমায়ুন। অফিসে থাকা অবস্থায় হঠাৎ জানালা দিয়ে তিনি নিচে লাফিয়ে পড়েন। আমরা প্রাথমিক তদন্তে লাফ দেওয়ার পেছনে কারও প্ররোচনা পাইনি। ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। এ বিষয়ে জানার জন্য চেষ্টা করা হচ্ছে। কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই হুমায়ুন কবিরের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
সানলাইফ ইন্স্যুরেন্সের সিইও এ কে এম শরিফুল ইসলাম বলেন, ‘হুমায়ুন কবির আমাদের কোম্পানির আইটি বিভাগের প্রধান ছিলেন। ঘটনার সময় তিনি কক্ষে একা ছিলেন। কিন্তু কীভাবে এ ঘটনা ঘটেছে তা আমরা নিশ্চিত নই।’ ডিএমপির গুলশান জোনের এসি রফিকুল ইসলাম বলেন, ‘হুমায়ুন কবির পরিবার নিয়ে রামপুরায় থাকতেন। তার মৃত্যু সম্পর্কে আমরা এখনো সঠিক ধারণা পাইনি। তবে তার আত্মহত্যার বিষয়ে তদন্ত করা হচ্ছে।’
বাংলাদেশ সময়: ১২:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২০
bankbimaarthonity.com | Sajeed